মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যুতে সালমান-ম্যাক্রোঁ আলোচনা

সৌদি আরব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যু নিয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা করেছে। এ প্রসঙ্গে আলাপ করতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোনকলে যুক্ত হন।

গতকাল রোববার (১৩ নভেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আলোচনায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এমন হুমকি প্রত্যাখ্যানের জন্য ফ্রান্সের প্রশংসা করেন যুবরাজ সালমান। এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে কথা বলেন এ দুই নেতা। বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপায় নিয়ে কথা বলেন তারা।

সৌদি ভূখণ্ডে ইরান হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে নালিশ করেছে সৌদি আরব। বাইডেন প্রশাসনের অন্তত ৩ জন কর্মকর্তা এ বার্তা দিয়েছেন।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, মার্কিন কর্মকর্তারা এই অঞ্চলের হুমকি-ধমকির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।

সংবাদ সূত্রঃ আরব নিউজ