ইউরোপীয়রা খাদ্য ও জ্বালানি সংকট সামাল দিতে পারবে : বিশেষজ্ঞ

আজারবাইজানের নিযুক্ত সাবেক ইরানি রাষ্ট্রদূত আফশার সোলাইমানি বলেছেন, মস্কো ফসলের সমস্যা থেকে উদ্দেশ্য সাধনের শক্তি তৈরি করতে চাইছে। ইরানি লেবার বার্তা সংস্থার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ইরানি রাষ্ট্রদূত আফশার সোলাইমানি এ মন্তব্য করেছেন।

খাদ্যশস্য ও তেলবীজ রপ্তানির জন্য রাশিয়ার সহযোগিতা স্থগিত করার কারণ সম্পর্কে মন্তব্য করে তিনি বলেছেন, ইউরোপীয়রা খাদ্য সংকট সামাল দিতে পারবে।

আজারবাইজানের নিযুক্ত সাবেক ইরানি রাষ্ট্রদূত আফশার সোলাইমানি বলেছেন আরো জোর দিয়ে বলেন, মস্কো শস্য রপ্তানিতে তার অংশগ্রহণ স্থগিত করে এবং সেটি দক্ষিণ ইউক্রেনে সামরিক সংঘাতের সাথে যুক্ত করে কিছু দেশের জনমতকে ছাপিয়ে যেতে পারে।

কিন্তু বর্তমানে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিজেরাই শস্য এবং কিছু তেলবীজ উৎপাদন করে। তাদের এসবের চালানের প্রয়োজন নেই।
এ কারণে শস্য রপ্তানির এই প্রক্রিয়া অব্যাহত রাখলে তা রাশিয়া ও পুতিনের জন্য ক্ষতিকর হতে পারে বলেও মন্তব্য করেন আফশার সোলাইমানি বিশেষজ্ঞ।

সংবাদ সূত্রঃ ইরানি লেবার বার্তা সংস্থা

Scroll to Top