মঙ্গলবার যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে শুভেচ্ছা বার্তা জানান। কেউ কেউ ফোনেও কথা বলেন।
কিন্তু শুভেচ্ছা বার্তা জানাবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্টের দাফতরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।
কেন পুতিন ঋষিকে শুভেচ্ছা জানাননি? এর কারণে ব্যাখ্যা করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি জানিয়েছেন, ঋষিকে পুতিন শুভেচ্ছা জানাননি কারণ যুক্তরাজ্যকে ‘বন্ধু নয়’ দেশ হিসেবে বিবেচনা করে রাশিয়া।
রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে যেসব দেশ সবচেয়ে বেশি সমর্থন ও সহযোগিতা দিচ্ছে তাদের একটি হচ্ছে ব্রিটেন। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক দায়িত্ব নিয়েই চলমান যুদ্ধে ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করেছেন। মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সুনাক।