বিতর্কিত লেখক রুশদির এক হাত ও এক চোখ অকার্যকর

আলোচিত-সমালোচিত লেখক সালমান রুশদির একটি চোখ ও এক হাত অকার্যকর হয়ে গেছে। দুই মাস আগে নিউ ইয়র্কে ছুরি হামলার পর এ সমস্যা দেখা গেছে। রুশদির এজেন্টের বরাত দিয়ে রোববার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

১৯৮০ এর দশকে স্যাটানিক ভার্সেস উপন্যাস লেখায় রুশদিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ইরান তার মাথার বিনিময়ে বড় অংকের অর্থমূল্যের পুরস্কার ঘোষণা করেছিল। ১২ আগস্ট নিউ ইয়র্কের চাউতাউকুয়া ইনস্টিটিউটে বক্তৃতা দিতে মঞ্চে ওঠার সময় এক হামলাকারী রুশদির ওপর ছুরি হামলা চালায়। এতে ঘাড় ও ধড়ে আঘাত পান তিনি।

রুশদির আহত হওয়ার মাত্রা সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ হয়নি। তবে তার এজেন্ট অ্যান্ড্রিউ ওইলি স্পেনের এল পেইস পত্রিকাকে রুশদির আঘাতের মাত্রা সম্পর্কে কথা বলেছেন।

ওইলি বলেন, ‘(তার ক্ষতগুলো) গভীর ছিল, কিন্তু তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তার ঘাড়ে তিনটি গুরুতর ক্ষত ছিল। তার বাহুর স্নায়ু কেটে যাওয়ায় এক হাত অক্ষম এবং তার বুকে ও ধড়ে আরো প্রায় ১৫টি ক্ষত রয়েছে। সুতরাং, এটি একটি নৃশংস হামলা ছিল।’

সংবাদ সূত্রঃ দ্য গার্ডিয়ান