সাপ ধরাই ছিল দেবেন্দ্র মিশ্রের পেশা, আর সেই সাপের ছোবলেই প্রাণ গেল তার। গতকাল সোমবার এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
ভারতের বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, দেবেন্দ্র মিশ্র নামে মৃত ওই ব্যক্তি গ্রামে ঘুরে ঘুরে বিষাক্ত সাপ ধরতেন। সাপের খেলাও দেখাতেন।
অন্যান্য দিনের মতো এ দিনও সাপ ধরার সরঞ্জাম নিয়ে বেরিয়েছিলেন তিনি। বাড়ি ফেরেন একটি বিষাক্ত সাপ সঙ্গে নিয়ে। নিজের শিশুকন্যার সামনে সাপ নিয়ে বিভিন্ন কেরামতিও দেখান। সন্তানের গলায় সাপটিকে জড়িয়েও দেন।
প্রায় দু’ ঘণ্টা এমন চলার পর হঠাৎই দেবেন্দ্রকে বিষধর সাপটি ছোবল মারে। সঙ্গে সঙ্গে নীল হতে শুরু করে শরীর। হাসপাতালে না গিয়ে ঘরোয়া জড়িবুটিতেই চিকিৎসা করা হয় তার। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
পরিবার সদস্যরা জানিয়েছেন, বহু বছর ধরে দেবেন্দ্র সাপ ধরার কাজ করেন। দু-চার বার ছোবল খাননি, এমন নয়। কিন্তু বড় বিপদ এর আগে ঘটেনি।
তবে দেবেন্দ্রর সাপ ধরার কোনও প্রশিক্ষণ ছিল কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।
সংবাদ সূত্রঃ আনন্দ বাজার পত্রিকা