ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে একটি সেনা ক্যাম্পে বন্দুক হামলায় তিন ভারতীয় সেনাসদস্যসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু\’জন। অন্যদিকে সেনাদের গুলিতে দুই হামলাকারীও নিহত হয়েছে। ক্যাম্পে ওই দুই হামলাকারী প্রবেশের চেষ্টা করলে সেনারা বাধা দেয় এবং গোলাগুলির ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে রাজৌরির ডারহাল প্যারাগালের সেনা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, এ হামলার পিছনে রয়েছে সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা বা এলইটি। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
জম্মু ও কাশ্মীরের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক মুকেশ সিং বলেছেন, \’কিছু সন্ত্রাসী প্যারাগালে সেনা ক্যাম্পের বেড়া অতিক্রম করার চেষ্টা করেছিল। তারা সেনাদের চ্যালেঞ্জ করেছিল, এর ফলেই গুলি বিনিময় হয়।\’
সংবাদ সূত্রঃ এনডিটিভি