মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের একটি শপিং মলে বন্দুক হামলায় ৩জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩জন।
কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (১৮ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। কর্মকর্তারা বলেছেন, দেশটিতে বন্দুক সহিংসতার এটিই সর্বশেষ ঘটনা।
ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেছেন, রোববার সন্ধ্যায় গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিনজন নিহত ও তিনজন আহত হন।
গভর্নর মায়ার্স বলেন, বন্দুকধারীকে ‘একজন সশস্ত্র ব্যক্তি’ গুলি করে হত্যা করেছেন। বন্দুক সহিংসতা আর্কাইভ অনুসারে, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বন্দুক সহিংসতার এটিই সর্বশেষ ঘটনা।
এর আগে গত ৪ জুলাই শিকাগোতে বন্দুক হামলায় সাত জন নিহত ও ৩৬ জন আহত হয়েছিল।
দেশটিতে বন্দুক সহিংসতার সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে গত মে মাসে। নিউইয়র্কে একটি সুপারমার্কেটে ১০ কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করা হয়েছিল। ওই মাসেই টেক্সাসে একটি প্রাথমিক স্কুলে ১৯ শিশু ও দুই শিক্ষক বন্দুক হামলায় মারা যান।
যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতা আর্কাইভ অনুযায়ী, দেশটিতে বছরে প্রায় ৪০ হাজার মানুষ আগ্নেয়াস্ত্রের কারণে মারা যান।