এবার ইউক্রেন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো উত্তর কোরিয়ার সাথে। পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত দু’টি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় কিয়েভের এ পদক্ষেপ।
গতকাল বুধবার তৃতীয় দেশ হিসেবে দোনবাসের দোনেৎস্ক পিপল’স রিপাবলিক-ডিপিআর ও লুহানস্ক পিপল’স রিপাবলিক-এলপিআরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে উত্তর কোরিয়া। এতে তীব্র প্রতিক্রিয়া জানায় জেলেনস্কি প্রশাসন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর আঘাত উত্তর কোরিয়ার পদক্ষেপ।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, দোনেৎস্ক ও লুহানস্কের পররাষ্ট্র দফতরে চিঠি পাঠিয়েছে কিম জং উন প্রশাসন।
সংবাদ সূত্রঃ রয়টার্স