যুক্তরাজ্যের প্রভাবশালী দুই মন্ত্রীর পদত্যাগ

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি । তাদের পদত্যাগে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সরকার রক্ষার চাপে পড়েছেন।

বিবিসি জানিয়েছে, ঋষি সুনাক তার পদত্যাগপত্রে লিখেছেন, সরকারি পদ ছেড়ে দেওয়ায় আমি মর্মাহত। কিন্তু এভাবে কাজ চালিয়ে যাওয়া আর সম্ভব ছিল না। জনগণ সঠিকভাবে, দক্ষতার সঙ্গে ও গুরুত্ব সহকারে সরকার পরিচালনার আশা করে।

অন্যদিকে সাজিদ জাভিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর তার আস্থা নেই। তিনি আর বিশ্বাস করেন না যে, একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার কারণে জাতীয় স্বার্থ রক্ষার সক্ষমতা বরিস জনসনের রয়েছে। তাই তিনি আর জনসনের সরকারে থাকতে চান না।

করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে বরিস জনসন একাধিক পার্টি আয়োজন করে সমালোচিত হয়েছিলেন। এজন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে বিষয়টি নিয়ে পদত্যাগের চাপে ছিলেন তিনি। সরকার পরিচালনায় বরিস জনসনের সক্ষমতা নিয়ে নিজ দল ও দলের বাইরে তার ব্যাপক সমালোচনা রয়েছে।

সংবাদ সূত্রঃ বিবিসি

Scroll to Top