আফগানিস্তানের কাবুলে শিখদের উপাসনালয়ে বিস্ফোরণ, নিহত ২

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখদের উপাসনালয় গুরুদুয়ারায় বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত দুইজন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার সকালে গুরুদুয়ারার কাছে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় একাধিক গুলির শব্দও শোনা যায়।

তালেবান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীদের বিস্ফোরণে অন্তত দুই জন আহত হয়েছে। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই হামলাকারীরা বোমা বিস্ফোরণ করে। বর্তমানে ওই এলাকায় তালেবান সরকার নিরাপত্তা জোরদার করেছে।

তবে ওই হামলার পিছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রয়টার্সকে গুরুদুয়ারার কর্মকর্তা গুরনাম সিং বলেন, ‘গুরুদুয়ারায় বিস্ফোরণের সময় প্রায় ৩০ জন ছিলেন। আমরা জানি না তাদের কতজন বেঁচে আছেন আর কতজন মৃত। তালেবান আমাদের ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছে না। আমরা বুঝতে পারছি না কী করব।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘শহরের একটি পবিত্র গুরুদুয়ারায় হামলার যে খবর কাবুল থেকে আসছে, তাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সৃষ্ট এ পরিস্থিতির বিস্তারিত জানতে অপেক্ষায় আছি।’

বর্তমানে মাত্র তিনশ শিখ ধর্মাবলম্বী পরিবার আফগানিস্তানে বাস করছে। বাকিরা তালেবান সরকার ক্ষমতা গ্রহণের আগেই প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যায়।

সংবাদ সূত্রঃ রয়টার্স

Scroll to Top