লুহানস্কে গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে রাশিয়া

পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের লুহানস্কের গুরুত্বপূর্ণ একটি সেতু রাশিয়া ধ্বংস করেছে। গতকাল রোববার ক্ষেপণাস্ত্র ছুড়ে সেতুটি রুশ সেনারা ধ্বংস করে দেয়। এর ফলে ওই এলাকার অধিবাসীদের বন্ধ হয়ে গেছে পালানোর সম্ভাব্য পথ।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স, আরব নিউজসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। কর্মকর্তরা বলছেন, লুহানস্কের সেভেরোদোনেৎস্ক শহরকে আরেকটি শহরের সঙ্গে সংযুক্ত করেছিল ওই সেতু।

প্রতিবেদনে বলা হয়েছে, এ মুহূর্তে পূর্ব ইউক্রেনের দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণের লক্ষ্যে রুশ সেনাবাহিনী জোরালো অভিযান অব্যাহত রেখেছে। কিন্তু লুহানস্কের সেভেরোদোনেৎস্ক শহরে রুশ সেনাদের বড় প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় সেনারা। ফলে কয়েক দিন ধরে শহরের বিভিন্ন স্থানে উভয় বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

সেভেরোদোনেৎস্ক শহরের বেশির ভাগই দখল করে নিয়েছে রাশিয়া। তবে এর শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক প্ল্যান্ট এখনো ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে রয়ে গেছে।

গতকাল রোববারও শহরের রাস্তায় রাস্তায় রুশ ও ইউক্রেনীয় বাহিনীর লড়াই হয়েছে বলে জানিয়েছেন লুহানস্কের গভর্নর সেরহি গাইদাই। তিনি জানান, সিভেরস্কি দোনেৎস নদীর ওপর একটি সেতু গুঁড়িয়ে দিয়েছে রুশ সেনারা। সেতুটি সেভেরোদোনেৎস্ক শহরকে লিসিচানস্ক শহরের সঙ্গে যুক্ত করেছে। এ নদীর ওপর মোট তিনটি সেতু ছিল। এর মধ্যে দুটি ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। ফলে অধিবাসীদের শহর ছেড়ে পালানোর মতো পথ সংকীর্ণ হয়ে আসছে। এদিকে, লিসিচানস্ক শহরে রুশ বোমা হামলায় চারটি বাড়ি ও শপিং সেন্টার ধ্বংস হয়েছে। হামলার সময় এক নারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দনবাসে লড়াই তীব্র হওয়ায় শহর ছেড়ে প্রাণে বাঁচতে পালাতে শুরু করেছে হাজারো মানুষ। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সামরিক অভিযানের মুখে শহরটির সব রেল ও বাস স্টেশনে এখন মানুষের ভিড়।

একদিকে যখন নিজ শহর ছেড়ে পালাচ্ছে মানুষ, তখন দখলে থাকা খেরসন ও মরিপোল শহরের বাসিন্দাদের পাসপোর্ট দেওয়া শুরু করেছে রুশ সরকার। রাশিয়ার গণমাধ্যমের দাবি, ওই সব এলাকায় মানুষ রুশ নাগরিকত্ব নিতে রাজি থাকায় তাদের পাসপোর্ট দেওয়া শুরু হয়।

তবে রাশিয়ার এমন কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়েছে ইউক্রেন। দেশটির দাবি, বাসিন্দাদের জোর করে রাশিয়ার নাগরিক বানানো হচ্ছে, যা আঞ্চলিক অখণ্ডতার প্রকাশ্য লঙ্ঘন। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রধানের কাছে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সংবাদ সূত্রঃ রয়টার্স, আরব নিউজ

Scroll to Top