রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার গ্রামে গোলাবর্ষণ করেছে ইউক্রেনের বাহিনী। এতে একজন আহত হয়েছে। বেলগোরদ অঞ্চলের গভর্নর আজ রবিবার (১৫ মে) ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে এক পোস্টে এই দাবি করেছেন। এই তথ্য রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
রাশিয়ার এই দাবি নিয়ে রয়টার্সের পক্ষ থেকে তাৎক্ষনিক সত্যতা যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে ইউক্রেনের এক গভর্নর জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের লভিভ অঞ্চলের একটি সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে।
মাকসিম কজিতস্কি নামে ওই গভর্নর বলেন, লভিভ অঞ্চলে চারটি শত্রুর ক্ষেপণাস্ত্র একটি সামরিক অবকাঠামোতে আঘাত করেছে। স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুসারে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত ক্রমশ জোরদার হয়েছে।
সংবাদ সূত্রঃ রয়টার্স