নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

আরেকটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। গত বুধবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়া এমন সময় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যখন ইউক্রেনের সঙ্গে দেশটির যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেনের পক্ষ অবলম্বন করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। ইউক্রেনে হামলার জেরে এই দেশগুলো রাশিয়ার ওপর বহুমুখী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গত বুধবার রাশিয়ার টেলিভিশনে দেখা গেছে, দেশটির উত্তর-পশ্চিমে প্লেসেটস্ক থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে এবং সুদূর পূর্বের কামচাটকা উপদ্বীপে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এসময় সামরিক কর্মকর্তাদের সঙ্গে পুতিনকে কথাবার্তা বলতে দেখা গেছে।

নতুন ক্ষেপণাস্ত্রের বিষয়ে পুতিন বলেছেন, এটি এমন কৌশলগত অস্ত্র যে অন্য কোথাও এর কোনো উপমা নেই। যারা রাশিয়াকে হুমকি দেওয়ার চেষ্টা করছে এটি তাদের চিন্তার খোরাক দেবে।

সংবাদ সূত্রঃ রয়টার্স

Scroll to Top