পশ্চিমাদের পাঠানো অস্ত্রবাহী বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার

রাশিয়া দাবি করেছে, পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রের চালান নিয়ে ইউক্রেইনে নামার আগেই তারা একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে। গতকাল রোববার বিবিসি অনলাইনের লাইভে এ তথ্য জানানো হয়েছে। তবে মস্কোর এ দাবি সত্য কিনা, তা যাচাই করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেছে বিবিসি।

বন্দরনগরী ওডেসার কাছে ইউক্রেইনের ওই বিমানটি রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলার মুখে পড়ে বলে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কনাশেনকভকে উদ্ধৃত করে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, তাও পরিষ্কার হওয়া যায়নি।

গত শনিবার জেনারেল কনাশেনকভ ইউক্রেইনের সামরিক বাহিনী এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছেন। তিনি বলেন, রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিট লজোভায়া ও ভেসেলায়ার ওপর দুটি ড্রোনও ভূপাতিত করেছে।

এদিকে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মরিপোল পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটি বলছে, রুশ সেনারা ইউক্রেনের অন্যতম প্রধান এই বন্দরনগরীর শহুরে এলাকা দখলে নিয়েছে। তবে শহরের একটি ইস্পাত কারখানার ভেতরে ইউক্রেনের যোদ্ধাদের একটি ছোট দল এখনো রয়ে গেছে।

সংবাদ সূত্রঃ বিবিসি

Scroll to Top