ডুবে গেছে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রুশ রণতরী মসকভা

গত বুধবার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া রুশ রণতরীটি টেনে বন্দরে নেয়ার সময় ডুবে গেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, কৃষ্ণসাগরে রাশিয়ার এই ফ্লাগশীপ জাহাজটিকে বন্দরের দিকে নিয়ে আসা হচ্ছিল কিন্তু সাগর উত্তাল হওয়ায় জাহাজটি ডুবে যায়।

রাশিয়ার সামরিক শক্তির প্রতীক ৫১০ ক্রুসহ মিসাইলবাহী এ রণতরীটি ইউক্রেন যুদ্ধে তাদের নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলো।

ইউক্রেন আগেই দাবি করেছে, তাদের গোলার আঘাতেই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন জানিয়েছে, জাহাজটি কৃষ্ণসাগরে দাঁড়িয়ে ছিল। তাদের ছোঁড়া রকেটের আঘাতে জাহাজটিতে বিস্ফোরণ হয়। তবে এর ফলে ক্ষয়ক্ষতি কী হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি কোনোপক্ষই।

ইউক্রেনের বন্দরনগরী ওডেসার গভর্নর বলেছেন, ইউক্রেনীয় বাহিনী বুধবার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে কৃষ্ণসাগরে একটি রাশিয়ান যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত করেছে। রুশ এই যুদ্ধজাহাজটিতে ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

রুশ এই যুদ্ধজাহাজে হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেন, রাশিয়ার কৃষ্ণসাগর বহরের মসকভা যুদ্ধজাহাজে একটি আশ্চর্য ঘটনা ঘটেছে।

সংবাদ সূত্রঃ বিবিসি

Scroll to Top