গতকাল রোববার পাকিস্তানের পেশাওয়ারে এক খ্রিষ্টান যাজককে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় তার এক সহকর্মী আহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরে তাকে গুলি করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা হারুন খান জানান, যাজক উইলিয়ামকে সিরাজকে বহনকারী একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। চামকানি এলাকায় সহকর্মীকে নিয়ে গির্জা থেকে বাড়ি ফিরছিলেন তিনি।
কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। তবে অঞ্চলটি সম্প্রতি জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে। বেশিরভাগ হামলা চালানোর দাবি করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। তারা নিজেদের আফগান তালেবানের সহযোগী বলে দাবি করে।