ব্রাজিলে ভয়াবহ বন্যায় ২৪ জনের প্রাণহানি

ভয়াবহ বন্যায় ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১৭ হাজারের বেশি মানুষ। মিনাস গেরাইস প্রশাসনের তথ্য অনুসারে, ১৪৫টি পৌর এলাকায় এখনও জরুরি অবস্থা জারি রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, অঞ্চলটিতে বছরের প্রথম ১০ দিনে রেকর্ড করা হয়েছে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। গত বছর গোটা জানুয়ারিতে এর অর্ধেক ঝড়বৃষ্টিও হয়নি।

এতে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, নজরদারিতে রাখা হয়েছে ৪২টি বাঁধ। এর মাঝে তিনটি বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে সেগুলো ভেঙে গিয়ে ভাসিয়ে নিতে পারে বিস্তীর্ণ লোকালয়। গত ডিসেম্বরে, অঞ্চলটির একটি বাঁধ ধ্বংসের ঘটনায় বন্যার কবলে পড়ে মাইলের পর মাইল এলাকা।

Scroll to Top