অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ নিহত হয়েছে ৪জন। স্থানীয় সময় রোববার (১৯ ডিসেম্বর) কুইন্সল্যান্ডের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ব্রিসবেনের উত্তর-পূর্বাঞ্চল থেকে উড্ডয়নের কিছু সময় পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে প্লেনটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে যায়।

দুর্ঘটনার পর দুপুর ১২টার মধ্যে উদ্ধার করা হয় চারজনের মরদেহ। তাদের মধ্যে ৬৯ বছর বয়সী পাইলটও রয়েছেন। দুর্ঘটনায় নিহত অন্য আরেক ব্যক্তি ও দুই শিশুর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তারা ধারণা করছেন, পাইলটের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাও থাকতে পারে। স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায় যে, চার সিটের একটি ছোট প্লেন পানির মধ্যে উল্টে আছে।

রেডক্লিফ বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময় পর চার সিটের ওই ছোট প্লেনটি কীভাবে বিধ্বস্ত হলো তা তদন্ত করে দেখছে কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ। কুইন্সল্যান্ড পুলিশ কর্মকর্তা ক্রেগ হোয়াইট এটিকে বড়দিনের উৎসবের আগে দুঃখজনক ঘটনা বলে বর্ণনা করেছেন।

সংবাদ সূত্রঃ দ্য গার্ডিয়ান

Scroll to Top