যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ১০০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কেনটাকি অঙ্গরাজ্যে টর্নেডোর তাণ্ডবে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ের কবলে শুধু কেনটাকি নয়, কয়েকটি অঙ্গরাজ্য পড়েছে। কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

অ্যান্ডি বেশেয়ার বলেছেন, শুক্রবার রাতের ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বেশি হতে পারে। এটিই রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে আখ্যায়িত করেছেন বেশিয়ার। এ ছাড়া ঝড়ের আঘাতে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানার ভেতরে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের কারণে কেনটাকি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। হপকিন্স কাউন্টিতে তীব্র ঝড়ের কারণে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে।

সংবাদ সূত্রঃ বিবিসি

Scroll to Top