সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার সাপ্তাহিক ছুটি বাতিল

সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার এই দুইদিন। দেশটির সরকার সেটিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত মোতাবেক, ২০২২ সাল থেকে সাপ্তাহিক ছুটি হবে শনি ও রবিবার। অর্থাৎ শুক্রবারে ছুটি থাকছে না। এদিন অর্ধ-দিবস পর্যন্ত আফিস-আদালত খোলা থাকবে।

আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী বছর থেকে সপ্তাহে সাড়ে চার দিন অফিস খোলা থাকবে। ১ জানুয়ারি থেকে এটি কার্যকর করবে দেশটির ফেডারেল সরকার।

পর্যটন ও বাণিজ্যের জন্য পরিচিত মধ্যপ্রাচ্যের দেশটি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দিক দিয়ে বাকি বিশ্বের সঙ্গে সামঞ্জস্য করে চলার চেষ্টা করছে। প্রতিবেশী সৌদি আরবকে হটিয়ে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়ার জন্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নিচ্ছে। সেই ধারাবাহিকতায় আমিরাত সরকারের এই পদক্ষেপ।

Scroll to Top