বিশ্বকে চীনের সামরিক শক্তির জানান দিতে বিমান প্রদর্শনী

বিশ্বকে নিজেদের সামরিক শক্তির জানান দিতে চীন বৃহত্তম এয়ার শো বা বিমান প্রদর্শনীর আয়োজন করেছে। আগামীকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দেশটির ঝুহাই শহরে এই আয়োজন হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

১০০টির বেশি এয়ারক্রাফট প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য নিবন্ধিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমসের খবর বলা হয়েছে, এই বিমানগুলো তাক লাগিয়ে দেবে সবাইকে।

এয়ার শো বা বিমান প্রদর্শনী চলার সময় চীনের সামরিক বাহিনী তার উন্নত অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করবে। করোনা ভাইরাস মহামারির কারণে দীর্ঘ বিলম্বের পর বড় পরিসরে সামরিক সরঞ্জাম প্রদর্শনী করতে যাচ্ছে চীন। চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমসের খবর বলা হয়েছে, বিমান বাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমান জে-২০ এয়ার শোতে থাকছে। এছাড়াও জে-৬ ইলেকট্রিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট, ডব্লিউজি-৮ উচ্চ গতিবিধির অত্যাধুনিক ড্রোনও অংশ নিচ্ছে প্রদর্শনীতে। এই বিমানগুলো সবাইকে তাক লাগিয়ে দেবে বলে খবরে বলা হচ্ছে।

প্রদর্শনীতে ১০০টির বেশি এয়ারক্রাফট অংশ নেওয়া ছাড়াও নতুন প্রজন্মের আধুনিক নানা ফাইটার বিমান অংশ নেবে এই এয়ার শো’তে। চীনকে মোকাবিলায় সম্প্রতি অকাস নামের একটি নিরাপত্তা জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এর মধ্যেই বৃহৎ পরিসরে এয়ার শোর আয়োজন করতে যাচ্ছে বেইজিং।

সংবাদ সূত্রঃ গ্লোবাল টাইমস/ আল জাজিরা

Scroll to Top