ইরাকের আদদিওয়ানিয়া প্রদেশের কাসরুল সুলতান রেস্টুরেন্টের কাছে লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী মার্কিন সেনাবাহিনীর গাড়ি বহর হামলার শিকার হয়েছে।
কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত শনিবার ভোরে রকেট হামলা হয় ইরাক-কুয়েত সীমান্তে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে।
তবে জানা যায়নি হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। সীমান্ত পথে বিভিন্ন কোম্পানির সহযোগিতায় কুয়েত থেকে ইরাকে অস্ত্র নিয়ে আসছে মার্কিন বাহিনী। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়।
কিছু দিন আগে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকি ঘোষণা করেছেন, সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই। ইরাকে তৎপর জঙ্গিগোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনী সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।
সংবাদ সূত্রঃ পার্সটুডে