ভারতকে মোকাবিলা করতেই পাকিস্তান তালিবানের জন্ম দিয়েছে। আফগানিস্তানের সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ সাইকাল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাবেক পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের ‘উদ্ধৃতি দিয়ে’ সাইকাল বলেন, ‘পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোশাররফ একসময় বলেছিলেন, ভারতকে বেকায়দায় ফেলতেই তালেবানের জন্ম দিয়েছে পাকিস্তান। এখন ইমরান খানের দল পিটিআই মনে করে দাসত্বের শিকল ভেঙে বেড়িয়ে এসেছে তালিবান। আবার অন্য দিকে শাহ মাহমুদ কুরেশি এবং ইউসুফ মইদ তালিবানের সঙ্গে গোটা বিশ্বের সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
সাইকাল আরও জানান, জাতিসংঘের নতুন একটি প্রতিবেদন অনুযায়ী- আইএস-কে, তালেবান এবং আল কায়েদার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট লাভজনক সম্পর্ক থাকার বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। আইএস পাকিস্তানের মাধ্যমেই আফগানিস্তানে ঢুকেছে। তাদের বহু শীর্ষনেতা পাকিস্তানেই আছেন।
সাবেক এই কূটনীতিক আফগানিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের আগে জাতিসংঘ ও অস্ট্রেলিয়ায় আফগান দূত হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।