নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) টুইট করে একথা জানিয়েছেন তিনি।
টুইটে তিনি লিখেছেন, \”আফগানিস্তানের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে বা প্রেসিডেন্ট পালিয়ে গেলে বা পদত্যাগ করলে বা তার মৃত্যু হলে প্রথম ভাইস প্রেসিডেন্টই তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আমি বর্তমানে দেশের ভেতরে আছি এবং আমি বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট।\”
এর আগে, গত সোমবার (১৫ আগস্ট) তালেবান কাবুল ঘিরে ফেলার পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল- দেশ ছেড়ে পালিয়েছেন আমরুল্লাহ সালেহ। তবে আজকের টুইটে তিনি উড়িয়ে দিয়েছেন সেকথা।