বিশ্বব্যাপী অধিকাংশ সমাজই শাসিত পুরুষ দ্বারা। সেক্ষেত্রে একজন পুরুষ চাইলেই বিয়ে করতে পারেন একাধিক। কিন্তু হাতেগোনা কয়েকটি সমাজ ছাড়া নারীদের সমাজ নেই বললেই চলে। দক্ষিণ আফ্রিকা এবার সেরকম কিছুই করলো। এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানিয়েছে।
জানা যায়, নারীদের সমাজই প্রতিষ্ঠা করতে চাইছে দক্ষিণ আফ্রিকা সরকার। তাই একজন নারী একাধিক বিয়ে করতে পারবে এমন সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। দেশটির সরকার চাচ্ছে বিবাহ আইনে পরিবর্তন আনতে। এরই অংশ হিসেবে তারা এমন প্রস্তাব করেছে।
তবে এই ধরনের প্রস্তাবের পর দক্ষিণ আফ্রিকান সরকার রক্ষণশীল এবং ধর্মীয় গোষ্ঠীগুলোর ব্যাপক চাপের মুখে পড়েছে। দেশটিতে পুরুষের বহুবিবাহের ক্ষেত্রে কোনও বাধা নেই। দক্ষিণ আফ্রিকার বিরোধী নেতা আফ্রিকান ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (এসিডিপি) নেতা কেনেথ মেসহোয়ে বলছেন, এমন অধিকার নারীদের ক্ষেত্রেও দেওয়া হলে ‘সমাজ ধ্বংস’ হয়ে যাবে। বেশ কয়েকজন তারকাও এমন প্রস্তাবের বিরোধিতা করেছেন। দেশটির রিয়্যালিটি স্টার মুসা এমসেলেকু বলেছেন, এটা আফ্রিকার সংস্কৃতি ধ্বংস করে দেবে। ওই ব্যক্তিদের শিশুদের কি হবে? তারা কিভাবে তাদের পরিচয় জানবে?
সংবাদ সূত্রঃ সিএনএন