যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভবন ধসে নিহত ৯

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর মায়ামিতে ১৯৮০ সালে নির্মিত ১২ তলা ভবন ধসের কারণ এখনও জানা যায়নি। ফ্লোরিডা কর্তৃপক্ষ উদ্ধারের চতুর্থ দিনের এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে।

উদ্ধারকর্মীদের ধারণা, ধ্বংসস্তুপ সরানো গেলে মৃতের সংখ্যা আরও বাড়বে। দুর্ঘটনার তিনদিন পার হয়ে গেলেও এখনো নিখোঁজ অন্তত দেড় শতাধিক মানুষ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ধ্বংস স্তুপে আটকে পড়াদের উদ্ধারে মতো অভিযান চলছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে ভবন ধসে চাপা পড়া মানুষগুলোর বাঁচার সম্ভাবনা।

গতকাল রবিবার ধ্বংসস্তুপের নিচে আগুনের ঘটনা সেই সম্ভাবনাকে আরও ক্ষীণ করে তুলেছে। এদিকে, দুর্ঘটনায় নিহতদের ও নিখোঁজদের ফুল দিয়ে স্মরণ করছেন স্বজনরা, বিভিন্ন চার্চে চলছে প্রার্থনা। ২০১৮ সালের এক পর্যবেক্ষণ রিপোর্টে ভবনটির মারাত্মক কাঠামোগত ত্রুটি ধরা পড়লেও, তার সংস্কার না হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Scroll to Top