ব্যাপক তান্ডবের পর দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র ভারতে এবার উন্নতি হয়েছে করোনাভাইরাস পরিস্থিতি। দেশটিতে ইতোমধ্যে ৫ শতাংশের নিচে নেমেছে সংক্রমণ শনাক্তের হার।
ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) ৯২ হাজার ৫৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২ হাজার ২১৯ জনের।
বুধবার পর্যন্ত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ২ কোটি ৯০ লাখ ৮৯ হাজার ৬৯ জন কভিড আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে সর্বমোট ৩ লাখ ৫৩ হাজার ৫২৮ জনের। খবর এনডিটিভির।
দেশটিতে প্রতি ১০০ জনে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৭ শতাংশে। বুধবার দ্বিতীয় দিনের মতো ভারতের করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে।
মহারাষ্ট্রকে ছাড়িয়ে বুধবার শনাক্তের দিক থেকে উপরে উঠে এসেছে তামিলনাড়ু। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে ১৮ হাজার ২৩ জনের কভিড শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে কভিড শনাক্তের সংখ্যা ১০ হাজার ৮৯১ জন।
গত সোমবার লকডাউন তুলে নেওয়া দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ৩১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৪১ জন।
এদিকে, দেশটির উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরায় একদিনে সর্বোচ্চ ৬২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। অপরদিকে মণিপুরে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে।