ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নতুন মোসাদ প্রধানের হুমকি

পশ্চিম এশিয়ার দেশ ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত করার চেষ্টা অব্যাহত রাখবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের ইহুদিবাদী গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান ডেভিড বার্নি। চলতি ভিয়েনা সংলাপে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে সমঝোতা অর্জন করা সম্ভব হলেও এমন ঘোষণা দিয়েছে ইসরায়েল।

দায়িত্ব গ্রহণের প্রথম বক্তব্যেই বার্নি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে ইসরায়েল বিশ্ব সমাজের অনুসৃত পথ অবলম্বন করবে না কারণ, এ ব্যাপারে হিসাবে ভুল করলে তার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে না।

তিনি আরও বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক চলমান সংলাপে বিশ্ব শক্তিগুলো যদি ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছায় তাহলেও ইসরায়েল তেহরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা অব্যাহত রাখবে। যা মোসাদের দিন-রাতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।