আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে সেনা ক্যাম্পে তালেবানের হামলায় অন্তত ৪১ সৈন্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে দুটি গাড়িতে এসে আত্মঘাতী এই হামলা করা হয়। এরপর সৈন্যদের সঙ্গে কয়েক ঘণ্টা হামলাকারীদের সংঘর্ষ চলে।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে সেনা ক্যাম্পে তালেবানের হামলায় অন্তত ৪১ সৈন্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে দুটি গাড়িতে এসে আত্মঘাতী এই হামলা করা হয়। এরপর সৈন্যদের সঙ্গে কয়েক ঘণ্টা হামলাকারীদের সংঘর্ষ চলে।
কান্দারের এমপি খালিদ পশতুন বলেছেন, জঙ্গিদের হামলায় অন্তত ২৪ সৈন্য আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি হতাহতদের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
হামলার পরপরই তালেবান সংবাদমাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে দায় স্বীকার করেছে।
২০১৪ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সৈন্য প্রত্যাহার করার পর থেকেই আফগানিস্তানের সেনারা জঙ্গিদের কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছে। খবর- আলজাজিরার
বাংলাদেশ সময় : ১৩২৮ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ