গাজার একটি তিনতলা ভবন ইসরায়েলের বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার (১৫ মে) সকালে ওই হামলায় ভবনটির নয় বাসিন্দা মৃত্যুবরণ করেছেন; যাদের মধ্যে রয়েছে দুই নারী ও ছয় শিশু। এ ছাড়া গুরুতর আহত হয়েছে ১৫ জন।
অলৌকিক ভাবে এক সদ্যোজাত শিশু বেঁচে গেছে এ হামলায়। বার্তা সংস্থা সাফার বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
শিশুটিকে জান্নাতি ফুলের সঙ্গে তুলনা করে বার্তা সংস্থাটি বলেছে, শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি হামলায় বাকিরা মারা গেলেও বেঁচে গেছে একমাত্র এই নবজাতকটিই। তবে শিশুটি কিভাবে প্রাণে বাঁচল সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া সংঘর্ষ আজও চলছে এবং গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ৩৬ জনই শিশু। আহত হয়েছে প্রায় এক হাজার।
জাতিসংঘ বলছে, এরই মধ্যে ইসরায়েলি হামলার কারণে ১০ হাজার ফিলিস্তিনি গাজা ছেড়েছে।
সংবাদ সূত্রঃ আল-জাজিরা