পরিত্যক্ত সোনারখনি থেকে মিলল লক্ষাধিক বছরের পুরনো অস্ত্র!

প্রাচীন অস্ত্র মিলল সাহারা মরুভূমির পরিত্যক্ত সোনার খনি থেকে। জানা গেছে, আফ্রিকার মানুষ লক্ষাধিক বছর আগে সেগুলো ব্যবহার করত।

সুদানের উত্তর পূর্ব দিকে, প্রত্নতাত্ত্বিকরা আটবারা শহর থেকে ৭০ কিলোমিটার দূরে এমন কিছু অস্ত্র খুঁজে পেয়েছেন, যার বয়স প্রায় সাত লাখ বছর! হোমো ইরেকটাস প্রজাতির প্রাচীন মানুষ এই অস্ত্রগুলো ব্যবহার করত।

প্রত্নতাত্ত্বিকরা বছরখানেক আগে আটবারার পূর্ব মরুভূমিতে কাজ শুরু করেন। সোনার খনির জন্য বিখ্যাত সেখানকার একটি অঞ্চল। সোনার লোভেই বহু মানুষ এখানে গর্ত খোঁড়েন। এই উৎখননের কাজ সেখান থেকেই শুরু হয়েছিল।

এই অস্ত্রগুলো একটি পরিত্যক্ত সোনার খনি থেকে পাওয়া গেছে। এর মধ্যে বেশ কিছু অস্ত্র প্রত্নতাত্ত্বিকদের সব চেয়ে আকর্ষক মনে হয়েছে। এগুলো ওজনে বেশ ভারী এবং আকারে অনেকটা আমন্ড বাদামের মতো। এদের সাইডগুলো চেঁচে দেওয়া হয়েছে এবং মাথা ছুঁচলো। এই জাতীয় অস্ত্র সাধারণত স্পিয়ারহেড হিসাবে হত। অর্থাৎ এগুলো লাঠির ডগায় বেঁধে বল্লমের মতো ব্যবহার করা হত। এছাড়াও পাওয়া গেছে হ্যান্ড অ্যাক্স।

মাটির নীচে কী কী লুকানো আছে, সেটা জানার জন্য বিজ্ঞানীরা optically stimulated luminescence পদ্ধতি ব্যবহার করেছেন। এই পদ্ধতির দ্বারাই দেখা গেছ, এখানে মাটির স্তর ও স্থাপত্যের বয়স ৩ লাখ ৯০ হাজার! পোল্যান্ডের যে গবেষক এই কাজে নেতৃত্ব দিচ্ছেন, তার মতে, উপরের স্তরের নীচে যে স্তরগুলো আছে, সেগুলো আরও পুরনো। এগুলোর বয়স কত হতে পারে, সেটা নির্ভর করছে অস্ত্রগুরো কীভাবে ব্যবহার হয়েছে, তার উপরে।

এই অঞ্চল থেকে যে যে অস্ত্র পাওয়া গেছে অনুমান করা হচ্ছে সেগুলো ব্যবহার করত হোমো ইরেকটাসরা। হোমো ইরেকটাসরা এসেছিল আজ থেকে দু\’লাখ বছর আগে। প্রথমে এদের আফ্রিকায় দেখা গেলেও এরা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আফ্রিকার ক্রান্তীয় অঞ্চলে, ইয়োরোপে ও এশিয়ায়।

সংবাদ সূত্রঃ জি নিউজ

Scroll to Top