করোনা: ভারতসহ ৭ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা ইসরায়েলের

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের কারণে দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র ভারতসহ সাতটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল। এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে জানিয়েছে, সাতটি দেশে ভ্রমণের অনুমতি দেয়া হবে না।

দেশগুলো হলো ভারত, ইউক্রেন, ব্রাজিল, মেক্সিকো, তুরস্ক, ইথিওপিয়া ও দক্ষিণ আফ্রিকা।

আজ সোমবার (৩ মে) থেকে ১৬ মে পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই সাতটি দেশ থেকে যারা ইসরায়েলে ফেরত আসবে তাদেরও বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারা যদি ভ্যাকসিন নিয়েও থাকে এবং করোনা থেকে সুস্থ হয়ে তবুও এই আদেশ মানতে হবে।

Scroll to Top