ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের তেল শোধনাগার

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইসরায়েলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে হাইফা নগরীর বাযান তেল শোধনাগারে এই দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তেল শোধনাগারের জরুরি বিভাগের কর্মীরা।

ইসরায়লের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট’র প্রতিবেদনে বলা হয়েছে, বাযান শোধনাগারের একটি ক্ষতিগ্রস্ত পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। ইসরায়েলের চ্যানেল-১২ টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, অগ্নিকাণ্ডে তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ পাইপ ভেঙে গেছে।

এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে শোধনাগার থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এই ঘটনায় শোধনাগারের ক্ষতি ও সম্ভাব্য হতাহতের ঘটনা সম্পর্কে বিস্তারত কিছু বলেনি।

সংবাদ সূত্রঃ জেরুজালেম পোস্ট

Scroll to Top