বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র ভারতে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ১৩০ জন মারা গেছেন। আর এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৩ লাখ ৪৫ হাজার ৩৯৮ জন।
এ নিয়ে পরপর দুদিন মৃত্যু ৩ হাজার ছাড়ালো।
বুধবার (২৮ এপ্রিল) দিনগত রাতে এ তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ডোমিটার।
এর আগে সকালে টাইমস অব ইন্ডিয়া জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ভারতে ৩২৯৩ জনের মৃত্যু হয়েছে। আর এ সময় আক্রান্ত হন ৩ লাখ ৬০ হাজার ৯০২ জন। ২৫ এপ্রিল ২৭৬৭ জনের মৃত্যু হয়।
সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৯৫ জনে।
ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। একই সঙ্গে প্রতিদিন ৩ লাখের বেশি আক্রান্ত হচ্ছেন।
এদিকে, অক্সিজেন ও সুরক্ষা সামগ্রীর ঘাটতি মোকাবিলায় হাসপাতালগুলো হিমসিম খাচ্ছে। দেশটির চিকিৎসা অবকাঠামোতে মহামারির চাপ দেখা দিয়েছে।