নাভালনির সব দফতর বাজেয়াপ্ত করল পুতিন সরকার

এবার বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনির সব দফতর বাজেয়াপ্ত করে দিল পুতিন সরকার।

সরকারি আইনজীবীরা, তার দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানকে সন্ত্রাসী গ্রুপ আখ্যা দিলে রাশিয়ার কর্তৃপক্ষ সোমবার এ পদক্ষেপ নেয়।

এখন রুশ কর্তৃপক্ষ নাভালনির সহযোগীদের হয়রানি, গ্রেফতার এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে।
সামাজিক মাধ্যমে তার সহযোগীরা জানান, এসব নিষেধাজ্ঞা ও নির্দেশের পর তাদের পক্ষে কাজ চালিয়ে যাওয়া দুষ্কর ও বিপদজ্জনক হয়ে উঠবে। তবে ব্যক্তিগত পর্যায়ে তারা প্রেসিডেন্ট পুতিনের বিরোধিতা করে যাবেন বলে জানান।

আলেক্সেই নাভালনিকে জানুয়ারি মাস থেকে উচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগারে রাখা হয়েছেI চিকিৎসকেরা তার শারীরিক অসুস্থতার কথা জানালেও তাতে কর্ণপাত করেনি রুশ কর্তৃপক্ষI জাতিসংঘ তার কারাগারের পরিস্থিতিকে অমানবিক ও অপমানজনক বলে উল্লেখ করেছে। সূত্র: ভয়েস অব আমেরিকা

Scroll to Top