বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র ভারতে দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের ভয়াল থাবায় টালমাটাল অবস্থা দেশটিতে। মৃতের সংখ্যায় প্রতিদিনই নয়া রেকর্ড গড়ছে ভারত।
দ্বিতীয় ঢেউয়ে দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য উত্তর প্রদেশ। তবে অন্যান্য রাজ্যেও করোনার পারদ ঊর্ধ্বমুখী। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের নমুনা পরীক্ষায় একজন সংক্রমিত বলে আনন্দবাজারের খবরে বলা হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) রাতে রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে ৪২ হাজারেরও বেশি কোভিড টেস্ট হয়েছে। তার মধ্যে ৮ হাজার ৪২৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। প্রতি পাঁচজনের কোভিড পরীক্ষায় একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। দৈনিক সংক্রমণের হার পৌঁছেছে ২০ দশমিক ১ শতাংশে।
২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যাও বেড়ে হয়েছে ৩৮। আক্রান্তের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়লেও একদিনে মাত্র ২৪ হাজার ১০০ জনকে টিকা দেওয়া হয়েছে।