দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র মিয়ানমারে জাপানের এক সাংবাদিককে আটক করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায় গতকাল রোববার (১৮ এপ্রিল) মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনে তার বাড়ি থেকে ওই সাংবাদিককে আটক করে নিয়ে যাওয়া হয়।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, ইউকি কিতাজুমি নামের ওই ফ্রিল্যান্স সাংবাদিককে রাতে তার বাড়ি থেকে তুলে নেয় সেনা সদস্যরা। তাকে যখন আটক করা হয় তখন তার দুই হাত উপরে তুলতে বলা হয়। এরপর একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়।
তবে এখন পর্যন্ত জাপানের ওই সাংবাদিককে গ্রেফতারের বিষয়ে দেশটির সামরিক জান্তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব কাতসুনোবু কাতো এক সংবাদ সম্মেলনে জানান, মিয়ানমারের কাছে আমরা দ্রুত ইউকি কিতাজুমির মুক্তির দাবি জানিয়েছি। দেশটিতে অবস্থানরত জাপানিদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।