বন্দুকধারীর গুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের শহর ইন্ডিয়ানাপোলিসে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
আজ শুক্রবার (১৬ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশের মুখপাত্র জিনে কুক সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বহুজাতিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফেডেস্কের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে বলা হয়, তিনি একজনকে স্বয়ংক্রিয় অস্ত্রের মাধ্যমে অনবরত গুলি ছুড়তে দেখেছেন।
ধারণা করা হচ্ছে, বন্দুকধারী হামলার পর পর নিজের গুলিতেই মারা যান তিনি।
পুলিশ জানিয়েছে, আহতদের অনেককে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।