গুরমিত রাম রহিম সিং ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়ার পরপরই পরিকল্পনা মাফিক উত্তাল করে দেওয়া হয় ভারতের হারিয়ানা প্রদেশের পঞ্চকুলা শহরকে। আর এই ঘটনা রাম রহিমের দত্তক কন্যারই মস্তিষ্কপ্রসূত ছিল, জেরায় তা স্বীকার করেছেন হানিপ্রীত।
কিন্তু এসবের মাঝেও প্রশ্ন উঠছিল, এত কাণ্ড যাকে নিয়ে, সেই গুরমিত রাম রহিম সিং\’র স্ত্রী কোথায়।
এবার সেই প্রশ্নেরই উত্তর পাওয়া গেল। জানা গেছে, গুরমিত রাম রহিম সিং\’র সঙ্গে এবার জেলে দেখা করতে গেলেন তার স্ত্রী এবং দুই সন্তান। ডেরা প্রধানের স্ত্রী হারজিত কাউরের সঙ্গে তার ছেলে জসমিত সিং ইনসান, মেয়ে চরণপ্রীত এবং জামাই রুহ-ই-মিত একসঙ্গে রোহতক জেলে গুরমিতের সঙ্গে দেখা করতে যান।
জানা যাচ্ছে, আগস্ট মাসে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর এই প্রথম জেলে স্বামীর সঙ্গে দেখা করতে গেলেন রাম রহিমের স্ত্রী। ডেরা প্রধানের সঙ্গে দেখা করতে গিয়ে তার জন্য মিষ্টিও নিয়ে যান হারজিত কাউর।
এদিকে রোহতক জেলে যাওয়ার পর থেকে সেখানে সবজি চাষ শুরু করেছেন রাম রহিম সিং। ওই কাজে প্রতিদিন ২০ টাকা করে রোজগারও করছেন তিনি। জেলে যাওয়ার পর থেকে গুরমিতকে কোনও বিশেষ সুবিধা দেওয়া হয়নি বলে জানিয়েছেন তার সঙ্গীরা।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল