পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। তবে সিঙ্গাপুরে ভ্রমণের জন্য যাত্রীদের থাকতে হবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) ট্রাভেল পাস। আগামী মে মাস থেকে এ নিয়ম কার্যকর হবে।
আইএটিএ এর নির্ধারিত অ্যাপে একজন যাত্রী তার করোনা টেস্টের রিপোর্ট সংযুক্ত করতে পারবে। তবে এ টেস্ট অবশ্যই করতে হবে অনুমোদিত পরীক্ষাগারে। অ্যাপের কাজ পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এপ্রিলের শেষ নাগাদ এটি সাধারণ মানুষের ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এদিকে আইএটিএ আশা করছে, তাদের এ পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন দেশের স্বাস্থ্য সনদগুলো একটি ডিজিটাল প্রক্রিয়ার মধ্যে আসবে।
উল্লেখ্য, বর্তমানে সিঙ্গাপুরের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। তাই দেশটি টিকাদান কর্মসূচি ও সীমান্ত খুলে দেয়ার ব্যাপারে মনোযোগ দিয়েছে।