এখনো শেষ হয়নি ভারত-চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের বৈরিতা। ১০ মাসের টানাপড়েনের পর লাদাখ ইস্যু নিয়ে সমস্যা মিটলেও দুদেশের প্রতিদ্বন্দ্বিতা মেটেনি আজও। এর মধ্যে এবার সামরিক শক্তিতে অন্তত সংখ্যাতত্ত্বের হিসেবে ভারতের চেয়েও চীন এগিয়ে গেল।
সম্প্রতি এক সমীক্ষা বলছে, বর্তমানে বিশ্বের মধ্যে সামরিক শক্তিতে চীনের সেনাবাহিনী সবচেয়ে বেশি শক্তিশালী। আর সেই তালিকায় আমেরিকা ও রাশিয়ার পর চতুর্থ স্থান ভারতের।
প্রকৃত সামরিক শক্তি সূচক হিসেবে মিলিটারি ডিরেক্ট-এর এই সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই সূচকে ১০০-র মধ্যে ৮২ পয়েন্ট পেয়ে চীন শীর্ষে। সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করেও ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। আর ৬৯ পয়েন্ট নিয়ে বিশ্বে তৃতীয় রাশিয়ার সেনাবাহিনীর শক্তি। তারপরেই ৬১ পয়েন্ট পেয়ে ভারত তালিকায় চতুর্থ। ভারতের পরে ফ্রান্সের ৫৮ পয়েন্ট। ৪৩ পয়েন্ট নিয়ে ব্রিটেন নবম স্থানে।