এয়ারফোর্স ওয়ানে সিঁড়ি বেয়ে ওঠার সময় তিন বার হোঁচট খেয়ে পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি শতভাগ সুস্থ আছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের প্রধান উপ-প্রেসসচিব কারিন জেন-পিয়ারে এমন তথ্য জানিয়েছেন। কারিন জেন-পিয়ারে বলেন, আপনারা জানেন, বাইরে কিছুটা ঝড়ো বাতাস বইছিল। খুবই ঝড়ো বাতাস ছিল। আমি নিজেই সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। বাইডেন শতভাগ ভালো আছেন।
শুক্রবার সিঁড়ি বেয়ে এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে যান জো বাইডেন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সিঁড়ি বেয়ে বিমানে ওঠার সময় প্রথমে তাকে হোঁচট খেতে দেখা যায়, এরপর উঠে দাঁড়ান, পরে আবার পড়ে যান, দ্বিতীয়বার উঠে দাঁড়াতে চেষ্টা করেন এবং পড়ে যান।
এ সময়ে তার হাত ছিল সিঁড়ির হাতলে। এরপর লঘু পায়ে উপরে উঠে হাত নেড়ে তিনি সবাইকে স্বাগত জানিয়েছেন।
প্রেসিডেন্ট বাইডেনের পড়ে যাওয়ার ভিডিও দেখতে ক্লিক করুন