মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবনের বাইরে সশস্ত্র এক যুবককে গ্রেফতার করেছে ওয়াশিংটন ডিসি পুলিশ। সিএনএন জানায়, গতকাল বুধবার (১৭ মার্চ) ওই যুবকের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগ আনা হয়।
ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানায়, টেক্সাস গোয়েন্দা বিভাগের তথ্য সূত্রে বুধবার দুপুর ১২টা ১২ মিনিটের দিকে ম্যাসাচুসেটস অ্যাভিনিউ থেকে সন্দেহজনক এক যুবককে আটক করা হয়। পল মারে নামের ৩১ বছর বয়সী ওই যুবকের গাড়ি থেকে একটি বন্দুক এবং গোলাবারুদ উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রতিবেদনের বরাত দিয়ে সিএনএন জানায়, পল মারের কাছে এআর-১৫ আধা-স্বয়ংক্রিয় বন্দুক, অনিবন্ধিত ১১৩ রাউন্ড গুলি এবং পাঁচটি ৩০ রাউন্ড ম্যাগাজিন পাওয়া গেছে।