মিয়ানমারে সামরিক অভ্যুত্থান: রাতে আরও বড় বিক্ষোভের ডাক

রাতে আরও বড় বিক্ষোভের ডাক দিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধীরা। সামাজিক যোগাযোগামাধ্যমে দেওয়া পোস্টে এ আহ্বান জানানো হয়েছে বলে শুক্রবার জানিয়েছে রয়টার্স।

অবশ্য শুক্রবার দুপুরে ইয়াঙ্গুনসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় ১২ জন নিহত হয়েছে বলে অধিকার সংগঠনগুলো জানিয়েছিল। এ নিয়ে নিহতের সংখ্যা ৭০ ছাড়াল বলে অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামের একটি সংগঠন জানিয়েছে।

গণতন্ত্রপন্থী কর্মীরা শুক্রবার জনগণকে নিরাপত্তা বাহিনীর নির্যাতনে ভয় না পেয়ে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা ধর্মঘট ও সরকারি কর্মচারীদের অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

গত ১ মে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গৃহবন্দি করা হয় ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। অভ্যুত্থানের এক সপ্তাহের মাথায় দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভ শুরু হয়।

Scroll to Top