জনসংখ্যার দিক থেকে বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায় শুকরের মাংস রপ্তানির পরিকল্পনায় হাসিতে ফেটে পড়লেন ভ্লাদিমির পুতিন। মস্কোতে কেবিনেট মিটিংয়ে রাশিয়ার কৃষিমন্ত্রী আলেক্সান্ডার কাচেভ ইন্দোনেশিয়ায় শুকরের মাংস রপ্তানীর পরিকল্পনা শেয়ার করলে এমন দৃশ্যের অবতারণা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল আরাবিয়া জানায়, কেবিনেট মিটিংয়ে কৃষিমন্ত্রী প্রস্তাব দিচ্ছিলেন কিভাবে মাংস রপ্তানী বৃদ্ধি করা যায়। তখন জাপান, চীন ও ইন্দোনেশিয়ায় শুকরের মাংস রপ্তানী বৃদ্ধির পরিকল্পনা জানান। পুতিন এ কথা শুনার পর মুচকি হেসে বলেন ইন্দোনেশিয়া একটি মুসলিম রাষ্ট্র এবং তারা শুকরের মাংস খায়না।
কিন্তু মন্ত্রী বেশ জোর দিয়ে বলেন, ‘তারা খাবে’। পুতিন তখন পাল্টা জবাব দেন” ‘না, তারা খাবেনা।’ এরপর কেবিনেট মিটিংয়ে হাসিতে ফেটে পড়েন ভ্লাদিমির পুতিন।
রুশ কৃষিমন্ত্রী আলেক্সান্ডার কাচেভও হেসে দেন এবং সংশোধন করে বলেন তিনি আসলে দক্ষিণ কোরিয়ার কথা বলতে চেয়েছিলেন, ইন্দোনেশিয়া নয়।
https://youtu.be/rEpFAJSItUQ
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ