পৃথিবীর অন্যতম প্রধান সর্বোচ্চ তেল উৎপাদন ও রপ্তানিকারক এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হাইড্রোকার্বন মজুদকারি দেশ সৌদি আরবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখন ৭০ ডলার প্রতি ব্যারেল, যা গত ১৪ মাসে সর্বোচ্চ। এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবের তেলের খনিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপাণাস্ত্র হামলা।
হুতি বিদ্রোহীরা ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল সৌদি আরবের ‘আরামকো’ তেল খনির ওপর। দেশটির সেনাবাহিনী সেই ড্রোনটিকে ঘায়েল করলেও লক্ষচ্যুত ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে আরামকো কর্মীদের আবাসন এলাকার পাশে। যেখানে হাজার হাজার কর্মী সপরিবারে বাস করে।
সৌদি আরবের এই উত্তেজনা কমানোর চেষ্টা করে যাচ্ছে আমেরিকা যাতে তেল উৎপাদনে কোনও ক্ষতি না হয়। কিন্তু তার কোনও লক্ষণ নেই। যার প্রভাব পড়বে আগামীদিনে তেলের আন্তর্জাতিক বাজারে।