বিশ্বে এই প্রথম কোনও পশুকে দেওয়া হল করোনার ভ্যাকসিন

একটি ওরাংওটাং একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে। সে ইতিহাস কোনো মানবজগতের নয়, প্রাণীজগতের ইতিহাস। বিশ্বে এই প্রথম প্রাণীদের মধ্যে প্রথম করোনা টিকা পেল একটি নারী ওরাংওটাং।

ওই নারী ওরাংওটাং এর নাম \’কারেন\’। প্রানীদের মধ্যে প্রথম করোনা টিকা নিয়ে ইতিহাস সৃষ্টি করল সে। প্রাণীরোগ নিরাময়ের ইতিহাসে \’কারেন\’ অন্য এক মাইল ফলক ছুঁয়েছিল ২৬ বছর আগে। \’কারেন\’ই ছিল প্রাণীজগতের প্রথম সদস্য যার \’ওপেন হার্ট সার্জারি\’ করা হয়েছিল। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ১৯৯৪ সালে এই ঘটনাটি ঘটেছিল।

জানা গেছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সান ডিয়েগো চিড়িয়াখানায় চারটি ওরাংওটাং ও পাঁচটি বোনোবোসকে টিকা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গরিলা প্রজাতির মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তাদের এই টিকা দেওয়া হয়েছে। সান ডিয়াগো ওয়াইল্ডলাইফ অ্যালিয়েন্সের বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তা নাদিন লামবারস্কি জানান, এ ধরনের প্রাণীকে এর আগেও ফ্লু ও হামের টিকা দেওয়া হয়েছে।

সংবাদ সূত্রঃ জি নিউজ

Scroll to Top