দক্ষিণ এশিয়ার বৃহৎ রাষ্ট্র ভারতের উত্তরাখণ্ডের চামোলিতে হিমবাহ গলে প্রবল জলোচ্ছ্বাসে এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববারের (৭ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনায় এখনো নিখোঁজ দুই শতাধিক।
নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, প্লাবনের ভয়াবহ স্মৃতি ভুলতে পারছেন না বেঁচে যাওয়ারা।
ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রত্যেক মৃতের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে বরাদ্দ দেয়া হয়েছে।