ভারতে বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়ালেন মার্কিন পপ-তারকা রিহানা

এবার আন্তর্জাতিক স্তরে গুরুত্ব পাচ্ছে দিল্লির কৃষক আন্দোলন। বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় মার্কিন পপ-তারকা রিহানা। কিন্তু কৃষকদের পাশে দাঁড়ানোয় তার সমালোচনা করছে ভারত। রিহানার এই পক্ষপাতিত্বকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলছে দেশটি। গত মঙ্গলবার রাতে টুইটারে কৃষক আন্দোলনের একটি খবর শেয়ার করেন রিহানা। ক্যাপশনে রিহানা লেখেন, ‘কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?’

রিহানার টুইটের কয়েক ঘণ্টা পরে কিশোর জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থানবার্গ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাগ্নি মিনা হ্যারিসও কৃষকদের পক্ষে সমর্থন জানিয়েছেন। এরপর তাদের টুইটগুলো ভাইরাল হয় এবং তাতে হাজার হাজার প্রতিক্রিয়া পড়ে। বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছে, সংসদ পুরো বিতর্ক ও আলোচনার পর সংসদ ‘কৃষিক্ষেত্র সম্পর্কিত সংস্কারবাদী আইন পাস করেছে।

উল্লেখ্য, এর আগে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিস ট্রুডোও। সেই সময় তাঁকেও একহাত নিয়েছিলেন কঙ্গনা। কানাডার আইন-শৃঙ্খলার প্রসঙ্গে তুলে কটাক্ষ করেছিলেন।

Scroll to Top