দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জিডিপিতে সবচেয়ে বাজে অবস্থানে ইতালি

প্রাণঘাতী করোনার পরিস্থিতিতে ইতালির জিডিপি কমেছে ৮ দশমিক ৯ শতাংশ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বাজে অবস্থায় পড়েছে। সে সঙ্গে গত এক বছরে ইতালিজুড়ে ৪ লাখ ৩১ হাজার মানুষ স্থায়ী চাকরি হারিয়েছে। যার মধ্যে রয়েছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। গত মঙ্গলবার ইতালির জাতীয় পরিসংখ্যান অফিস এ তথ্য তুলে ধরে।

প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়ংকর আগ্রাসনে লণ্ডভণ্ড প্রাচীন সভ্যতার দেশ ইতালি। দেশজুড়ে কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে দেশটির অর্থনীতি। যার প্রভাব পড়েছে দেশটির জিডিপিতে। গত বছর ইতালির জিডিপি কমেছে ৮ দশমিক ৯ শতাংশ। এতে স্থানীয়দের পাশাপাশি নানা সমস্যার সম্মুখীন হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির অর্থনৈতিক সহযোগিতা ও বিকাশ সম্পর্কিত সংস্থার রিপোর্ট বলছে, ইতালিতে কর্মক্ষেত্রে নিয়োজিত প্রায় অর্ধেক হলো নারী।

যারা পুরুষের তুলনায় বেশি শিক্ষিত। পর্যটন, সেবা, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করেন নারীরা। কিন্তু এই করোনাকালেই গত ডিসেম্বর মাসেই ৯৯ হাজার নারী কর্মসংস্থান হারিয়েছেন। যার মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশি নারীরাও।

Scroll to Top